২য় সাবমেরিন ক্যাবলে যুক্ত হলো বাংলাদেশ,ইন্টারনেটের নতুন যুগ

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০১৭

২য় সাবমেরিন ক্যাবলে যুক্ত হলো বাংলাদেশ,ইন্টারনেটের নতুন যুগ

Manual8 Ad Code

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হলো বাংলাদেশ। এতে বাড়তি ১৫০০ জিবিপিএস ব্যান্ডউইডথ পাবে বাংলাদেশ।

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ম্যানেজিং ডিরেক্টর (এমডি) মনোয়ার হোসেইন আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এটি সংযুক্ত হয়েছে বলে জানিয়েছেন।

মনোয়ার হোসেইন আরো বলেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলাদেশ দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হয়েছে। এটা আমাদের জন্য অবশ্যই গর্বের বিষয়।’

Manual7 Ad Code

দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত হওয়ায় দেশের আইসিটি খাতে অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং সব সংকট মিটিয়ে অতিরিক্ত ব্যান্ডউইডথ বিদেশে রপ্তানি করা যাবে বলে মনে করেন আইটি বিশেষজ্ঞরা।

Manual1 Ad Code

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশ আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তির মহাসড়ক কনসোর্টিয়ামের আওতায় একটি মাত্র সাবমেরিন ক্যাবলের সঙ্গে যুক্ত। এই ক্যাবলটি কোনো কারণে বিচ্ছিন্ন হলে তার বিকল্প হিসেবে কাজ করবে দ্বিতীয় সাবমেরিন ক্যাবল।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code