পুলিশের বাধা উপেক্ষা করে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

প্রকাশিত: ১০:৪১ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৪

পুলিশের বাধা উপেক্ষা করে জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও পুলিশ বাঁধা দেয়ার চেষ্টা করলে তা উপেক্ষা করে শিক্ষার্থীরা।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দেন শিক্ষার্থীরা। বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন তারা। এ সময় একটি বিক্ষোভ মিছিল বিশ্ববিদ্যালয়ের ফটকে আসলে প্রক্টরিয়াল টিম তাদের পথরোধ করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রধান গেট আগেই তালাবন্ধ করে রাখা হয়েছিল। তবে শিক্ষার্থীরা বাধা উপেক্ষা করে গেটের তালা ভেঙে সড়কে আসেন।

শিক্ষার্থীরা বলছেন, তাঁদের এক দফা দাবি না মানা পর্যন্ত অবরোধ চলবে। এর আগে বুধবার আট ঘণ্টা, মঙ্গলবার আধা ঘণ্টা, সোমবার সোয়া চার ঘণ্টা এবং রোববার দুই ঘণ্টা; গত সপ্তাহের ৪ জুলাই ৩৫ মিনিট এবং ৩ জুলাই পৌনে দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ ছাড়া ২ জুলাই ২০ মিনিট ও ১ জুলাই ১০ মিনিট সড়ক অবরোধ করেন তাঁরা।

আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, কোটা বৈষম্যের কারণে মেধাবীরা দিনের পর দিন বেকার থেকে যাচ্ছে। পথযাত্রীরা যাদের ভোগান্তি হচ্ছে তারাও আমাদের সমর্থন দিচ্ছে। কারণ, এই আন্দোলন সাধারণ মানুষ এবং দেশের সকল শিক্ষার্থীর আন্দোলন। আন্দোলনকে দায়িত্ব মনে করেই আমরা আন্দোলন চালিয়ে যাব।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট