ফেসিয়াল প্যারালাইসিস থেকে সুস্থ হয়ে উঠেছেন তাশরিফ

প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, মার্চ ২৬, ২০২৩

ফেসিয়াল প্যারালাইসিস থেকে সুস্থ হয়ে উঠেছেন তাশরিফ

Manual3 Ad Code

গায়ক তাশরিফ খান ফেসিয়াল প্যারালাইসিস থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন। এর আগে ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হয়ে মুখের একাংশ বেঁকে গিয়েছিল তরুণ সংগীতশিল্পী তাশরিফ খানের।

Manual2 Ad Code

তাশরিফ জানিয়েছিলেন, এ রোগে আক্রান্ত হয়ে মুখের বাঁ-পাশ বেঁকে গেছে তার। পাশাপাশি বাঁ-চোখটাও জ্বালাপোড়া করছে। তিনি জানান, কুলকুচি করতে গিয়ে এই সমস্যাটা অনুধাবন করতে পারেন। এরপর থেকে এ রোগের চিকিৎসা নিচ্ছেন।

Manual5 Ad Code

তবে ১৮ দিন পর নিজেই দিলেন সুখবর। সুস্থ হয়ে উঠছেন জানিয়ে তাশরিফ  বলেন, ‘এখন অনেকটাই সুস্থ। বলা যায়, ৭০ ভাগ সেরে উঠেছি। আমার আত্মবিশ্বাস ছিল দ্রুত সেরে উঠব। সেটাই হচ্ছে। চিকিৎসকেরাও আশাবাদী, আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠব। তাঁরা জানিয়েছেন, আর ১০–১৫ দিন লাগবে পুরো সুস্থ হতে।’

রমজান মাসে গান বাজনা থেকে বিরতি নিচ্ছেন জানিয়ে তাশরিফ ফেসবুকে বলেন, ছোটবেলায় আমি মাদ্রাসার ছাত্র ছিলাম। পুরো আমপারা আমার মুখস্থ ছিল। ক্লাস ফোরে আমি স্কুলে সিফট হই।  ফোর থেকেই আমি রোজা রাখা শুরু করেছিলাম সম্ভবত! সব রোজাই রাখতাম যখন যে কয়টা হয়।

তিনি বলেন, গত কয়েকবছরে অসুস্থতা এবং নানবিধ কারণে কয়েকটা রোজা রাখতে পারিনি। এবার ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তবে সবগুলো রোজা রাখার নিয়ত করেছি। পুরো রোজার মাস জূড়ে সমস্ত রকম গান বাজনা থেকে বিরতি।

Manual2 Ad Code


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code