মানিকগঞ্জে চরাঞ্চলে জঙ্গি বিরোধী অভিযানে আটক ৩

প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

Manual2 Ad Code

মানিকগঞ্জ : যমুনা নদীর মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরকাটারি, বাঘুটিয়া, জিয়নপুর ও বাঁচামরা ইউনিয়নের বিভিন্ন চরাঞ্চলে জঙ্গি এবং সন্ত্রাস বিরোধী অভিযানে সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোর থেকে র‌্যাব-৪, পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও গোয়েন্দা শাখার সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এই অভিযান চালাচ্ছে।

Manual5 Ad Code

আটকদের তাৎক্ষণিকভাবে নাম পরিচয় জানানো হয়নি।

মানিকগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, সারা দেশে বিশেষ করে চরাঞ্চলে জঙ্গিরা প্রশিক্ষণ ও আশ্রয় নিয়েছে। এ কারণে চরাঞ্চল বিশেষ গুরুত্ব দিয়ে অভিযান চালানো হচ্ছে।

Manual2 Ad Code

এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জের ওই চরাঞ্চলে তারই নেতৃত্বে যৌথবাহিনী প্রায় দুইশ’ সদস্যের কয়েকটি দল আলাদাভাবে এই অভিযান চালাচ্ছে।

Manual2 Ad Code

ইতোমধ্যেই সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও খোঁজ-খবর নিয়ে দেখা হচ্ছে।

Manual6 Ad Code

তারা জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কি না? এজন্য যাচাই-বাচাইও করা হচ্ছে। সম্পৃক্ততা পেলে তাদের নাম পরিচয় জানানো হবে।

আর এই যৌথবাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code