করোনায় আরও ৭ জনের মৃত্যু

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১

করোনায় আরও ৭ জনের মৃত্যু

Manual1 Ad Code

দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ২৭ হাজার ৭৩৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬৬ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Manual8 Ad Code

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৪১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৪৬৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ২৭ হাজার ৭৩৭ জনের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ৬৯৫। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ লাখ ২৬ হাজার ৩৬৮ জন।

Manual5 Ad Code

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২৪ কোটি ৪৬ হাজার ৮৮৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৮ লাখ ৯১ হাজার ৬৯৯ জন। বিপরীতে সেরে উঠেছেন ২১ কোটি ৭৩ লাখ ৬৫ হাজার ৫০৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৩৭ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৬৪ হাজার ৪৮৫ জন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code