সম্মেলনের মঞ্চে সোহেল তাজ

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৬

Manual7 Ad Code

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনের মঞ্চে উপস্থিত আছেন কাউন্সিলের আলোচিত নাম তানজিম আহমদ সোহেল তাজ।

Manual2 Ad Code

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ মঞ্চে উপস্থিত আছেন দলের শীর্ষস্থানীয় নেতারা।

Manual1 Ad Code

তাজউদ্দীন আহমদের একমাত্র পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেন। ইতোমধ্যে সম্মেলনে যোগদানের জন্য গাজীপুরের কাপাসিয়া থেকে কাউন্সিলর হয়েছেন।

Manual1 Ad Code

সম্প্রতি তার এক ফেসবুক স্ট্যাটাস, নতুন করে কাউন্সিলর হওয়া, সৈয়দ আশরাফের সঙ্গে একান্ত বৈঠক, সম্মেলনস্থল পরিদর্শনসহ নানা কারণে এখন সোহেল তাজই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

গত ২৩ জানুয়ারি রাতে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে হঠাৎ উপস্থিত হয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রীর ছেলে সোহেল তাজ। এ সময় আবেগে আপ্লুত হয়ে প্রধানন্ত্রী তাকে জড়িয়ে ধরেন। দুই বোন সিমিন হোসেন রিমি এমপি ও মাহজাবিন আহমেদ মিমিও তার সঙ্গে ছিলেন। সেখানে তিনি একান্তে সময় কাটিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে।

সোহেল তাজ চারদলীয় জোট সরকার আমলে রাজপথে আন্দোলনে সক্রিয় থেকে অনেকের নজর কাড়েন। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর ও ২০০১ সালের জাতীয় নির্বাচনে বিপুলভাবে বিজয় অর্জন করেন। সেসময় গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে তিনি জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ২০০৯ সালের ৬ জানুয়ারি গঠিত মন্ত্রিসভায় সোহেল তাজকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করা হয়। এর পাঁচ মাসের মাথায় ২০০৯ সালেই তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code