দীর্ঘায়ুর যুগে পদার্পণ, মানুষ ১৫০ বছর বাঁচবে!

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

দীর্ঘায়ুর যুগে পদার্পণ, মানুষ ১৫০ বছর বাঁচবে!

Manual5 Ad Code

মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত হতে পারে বলে চাঞ্চল্যকর পূর্বাভাস দিয়েছেন বিশ্বের শীর্ষ জিনতত্ত্ববিদ স্টিভ হোরভাথ। তিনি জীববিজ্ঞান ও পুনর্যৌবন সংক্রান্ত গবেষণার অভূতপূর্ব অগ্রগতির ওপর ভিত্তি করে এই আশাবাদ ব্যক্ত করেছেন।

হোরভাথ জানান, মানুষের জৈবিক ঘড়ির রহস্য উন্মোচন এবং বার্ধক্য প্রতিরোধের গবেষণায় যে সাফল্য আসছে, তা দীর্ঘায়ুর নতুন সম্ভাবনার দিকে ইঙ্গিত করছে।

Manual4 Ad Code

তিনি আরও ব্যাখ্যা করেন, সাম্প্রতিক গবেষণায় বার্ধক্যজনিত রোগের চিকিৎসার পাশাপাশি বার্ধক্য প্রক্রিয়াকেই ধীর বা উল্টে দেওয়ার সম্ভাবনা যাচাই করা হচ্ছে।

জিনতত্ত্ববিদ স্টিভ হোরভাথ বলেন, ‘আয়ু বাড়ানোর যে কোনো চিকিৎসা কার্যকর কি না তা নির্ধারণের জন্য বার্ধক্য পরিমাপের নির্ভুল পদ্ধতি থাকা অত্যন্ত জরুরি। এই পদ্ধতি নিশ্চিত করবে যে প্রয়োগ করা চিকিৎসা সত্যিই মানুষের জীবনকাল দীর্ঘ করছে, নাকি শুধু বার্ধক্যজনিত শারীরিক সমস্যা দূর করছে।’

Manual4 Ad Code

বিশেষজ্ঞরা মনে করছেন, আধুনিক জিনতত্ত্ব ও পুনর্যৌবন বিজ্ঞানের এই ধারণা ভবিষ্যতে মানুষের দীর্ঘায়ু নিয়ে প্রচলিত ধারণা বদলে দিতে পারে।

Manual4 Ad Code


 

Manual5 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code