শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

প্রকাশিত: ৯:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

Manual2 Ad Code

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বানচালের অপচেষ্টা এবং চা শিল্পে কৃত্রিম অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে চা শ্রমিকরা।

Manual1 Ad Code

মঙ্গলবার (২৭ জানয়ারি) সকালে উপজেলার ভাড়াউড়া চা বাগান থেকে চা শ্রমিকের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরে গিয়ে শেষ হয়।

পরে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশন শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। একই সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিনের মাধ্যমে জেলা প্রশাসকের কাছেও একটি স্মারকলিপি দেওয়া হয়।

Manual3 Ad Code

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কার্যকরী সভাপতি বৈশিষ্ঠ তাঁতী, সহ-সভাপতি জেসমিন আক্তার, সহ-সম্পাদক রেখা বাক্তি, বালিশিরা ভ্যালীর সাংগঠনিক কর্ণ তাঁতী, সহ-সভাপতি সবিতা গোয়ালা, মনু ধলাই ভ্যালীর সম্পাদক নির্মল পাইনকা প্রমুখ।

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, ইউনিয়নের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ার আগ থেকেই তারা নিয়মিত নির্বাচন দাবিতে আন্দোলন করে আসছেন। সাধারণ চা শ্রমিকদের দাবির প্রেক্ষিতে দ্রুত নির্বাচন আয়োজনের জন্য সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপ-পরিচালক মহব্বত হোসেন বলেন, চা শিল্প রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। শ্রমিকদের দেওয়া স্মারকলিপি মহাপরিচালকের কাছে পাঠানো হবে এবং তাদের দাবিগুলো মৌখিকভাবেও অবহিত করা হবে।

Manual7 Ad Code


 

Manual7 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code