রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ২০২৬–২৭ বর্ষের কমিটি গঠন

প্রকাশিত: ১:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৬

রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ২০২৬–২৭ বর্ষের কমিটি গঠন

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের ২০২৬–২০২৭ রোটারি বছরের জন্য নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রোটা: মো. বাহা উদ্দিন বাহার (আরএফএসএম) এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রোটা: আনোয়ার হোসেন।

Manual4 Ad Code

এ ছাড়াও ২০২৭-২৮ রোটারি বর্ষের সভাপতি মনোনীত হয়েছেন রোটা: এ এস এম জি কিবরিয়া (আরএফএসএম)। কমিটিতে সদ্য সাবেক সভাপতি হিসেবে রয়েছেন রোটা: সেলীনা আক্তার চৌধুরী চৌধুরী, (পিএইচএফ)

 নব গঠিত কমিটিতে সহ-সভাপতি-১ হিসেবে দায়িত্ব পালন করবেন রোটা: মো. ফারুক আহমেদ, (আরএফএসএম), সহ-সভাপতি–২ রোটা: মিয়া মো. রুস্তুম।

 নতুন কমিটিতে যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন রোটা: মো. বদরুজ্জামান চৌধুরী। কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন রোটা: মো. আবুল কালাম।

Manual3 Ad Code

 তাছাড়া পরিচালক পদে ক্লাব সার্ভিসে রোটা: পি.পি. অ্যাডভোকেট মোহাম্মদ আবদুল হাফিজ, (পিএইচএফ), পেশাগত সেবায় রোটা: পি.পি. শাহ জামাল আহমেদ, (পিএইচএফ), কমিউনিটি সেবায় রোটা: পি.পি. প্রফেসর মোহাম্মদ জাকির আলী, (আরএফএসএম), আন্তর্জাতিক সেবায় রোটা: পি.পি. অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন, (পিএইচএফ) এবং নিউ জেনারেশন পরিচালক হিসেবে রোটা: পি.পি. মোহাম্মদ আতীকুর রেজা চৌধুরী, (পিএইচএফ, এমসি) মনোনীত হয়েছেন।

 এ ছাড়া সার্জেন্ট-অ্যাট-আর্মস–১ হিসেবে রোটা: পি.পি. মো. আলমগীর হোসেন, (পিএইচএফ) এবং সার্জেন্ট-অ্যাট-আর্মস–২ হিসেবে রোটা: মো. আনিনুল ইসলাম দায়িত্ব পালন করবেন। বুলেটিন সম্পাদক হয়েছেন রোটা: পি.পি. মো. ইমাদ উদ্দিন, (আরএফএসএম) এবং ক্লাব লার্নিং ফ্যাসিলিটেটর হিসেবে মনোনীত হয়েছেন রোটা: পি.পি. প্রফেসর সাখাওয়াত হোসেন, (পিএইচএফ) ।

Manual1 Ad Code

এদিকে রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রোটা: পি.পি. মো. ইমাদ উদ্দিন, (আরএফএসএম)।

 উল্লেখ্য, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউন রোটারি ইন্টারন্যাশনাল ডি–৬৫, বাংলাদেশের অন্তর্ভুক্ত একটি ক্লাব। ক্লাবটির আইডি নম্বর ২৫০৬০ এবং এটি ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর চার্টার লাভ করে।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code