গোয়াইনঘাটে ৩০ লাখ টাকার সরকারি খাস জমি দখলমুক্ত করল এসিল্যান্ড

প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

গোয়াইনঘাটে ৩০ লাখ টাকার সরকারি খাস জমি দখলমুক্ত করল এসিল্যান্ড

Manual4 Ad Code

সিলেটের গোয়াইনঘাট উপজেলার লামার বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় প্রায় ৩০ লাখ টাকা মূল্যের সরকারি খাস জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

Manual7 Ad Code

জানা যায়, উপজেলার হাদারপার পার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে ফয়জুর রহমান ও তার পরিবার দীর্ঘ এক মাস ধরে প্রায় ৬ শতক সরকারি খাস জমি দখল করে মাটি ভরাট ও দোকানঘর নির্মাণের কাজ শুরু করে।

Manual5 Ad Code

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক।

Manual6 Ad Code

উচ্ছেদ অভিযানে প্রায় ৬ শতক সরকারি জমি দখলমুক্ত করা হয়। এ সময় নির্মাণাধীন স্থাপনার রড, সিমেন্ট, ঢেউটিন, একটি বৈদ্যুতিক মিটারসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী জব্দ করা হয়। অভিযানের সময় অবৈধ স্থাপনার সঙ্গে জড়িত কাউকে ঘটনাস্থলে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে সহায়তা করেন বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার আলমগীর হোসেন, গোয়াইনঘাট থানার এএসআই নীহার, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জাকির হোসেন, তোয়াকুল ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন, লাফনাউন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু বকর গাজী, উপজেলা ভূমি অফিসের নামজারি সহকারী অসিম চন্দ্র দাসসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

Manual1 Ad Code

উল্লেখ্য, অভিযানের আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অবৈধ মাটি ভরাট ও দোকানঘর নির্মাণ বন্ধের নির্দেশ দেওয়া হলেও তা অমান্য করা হয়। পরে অভিযানে নির্মাণাধীন পাকা পিলার ও শ্রমিকদের থাকার অস্থায়ী সেড ভেঙে দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, “ফয়জুর রহমান ও তার পরিবার লামার বাজার এলাকায় নদীর পাড়ে সরকারি খাস জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের চেষ্টা করছিল। প্রশাসনের বারবার নিষেধ সত্ত্বেও তারা কাজ চালিয়ে যাওয়ায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয়নি, তবে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হবে।”


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code