জামায়াত-জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে আবারও ডিম নিক্ষেপ

প্রকাশিত: ৬:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

জামায়াত-জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে আবারও ডিম নিক্ষেপ

Manual5 Ad Code

জামায়াত-জোটের প্রার্থী এনসিপি নেতা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর আবারও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তার নির্বাচনি প্রচারণা ভণ্ডুল হয়ে যায়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।

এনসিপির নির্বাচনি মিডিয়া উপকমিটির প্রধান মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের পিঠা উৎসবে আমন্ত্রিত অতিথি হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী সেখানে যান। তবে অনুষ্ঠান শুরুর আগেই কলেজের গেটে তাকে ভেতরে ঢুকতে বাধা দেওয়া হয়। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

Manual5 Ad Code

দুপুর প্রায় ১২টার দিকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে একের পর এক ডিম নিক্ষেপ করা হয়। এতে অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তার উপস্থিতিতে কর্মসূচি চালানো সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ওই অনুষ্ঠানে ঢাকা-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপস্থিত থাকার কথা ছিল। তবে তার আগেই শিক্ষার্থীদের ধস্তাধস্তির কারণে অনুষ্ঠান পরিচালনার জন্য প্রস্তুত করা মঞ্চ ভেঙে পড়ে।

Manual2 Ad Code

ঘটনার পর কলেজ এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Manual4 Ad Code

নির্বাচনি প্রচারণার প্রথম দিন থেকে নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির প্রার্থী মির্জা আব্বাসকে উদ্দেশ্য করে একের পর এক বিতর্কিত ও অশ্লীল মন্তব্য করতে থাকেন। মির্জা আব্বাসও তাকে ইঙ্গিত করে বলেছেন, ‘আমার সেই বয়স নেই, না হলে আমি এর প্রতিবাদ করতাম।’


 

Manual3 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code