জামিনে মুক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী

প্রকাশিত: ১২:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৬

জামিনে মুক্ত বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী

Manual2 Ad Code

সিলেটের হবিগঞ্জে রাতভর উত্তেজনা ও নানা নাটকীয়তার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার (০৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানি শেষে বিচারিক হাকিম আব্দুল মান্নান ২০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

Manual7 Ad Code

জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর থেকেই হবিগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন এবং রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান।

Manual6 Ad Code

তবে রাতে আদালত না বসায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ পাহারায় মাহদী হাসানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সকাল ১০টার দিকে আদালত জামিন মঞ্জুর করলে আন্দোলনকারী নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

Manual6 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code