সারা দেশে ২৫৮২টি মনোনয়নপত্র জমা

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২৫

সারা দেশে ২৫৮২টি মনোনয়নপত্র জমা

Manual4 Ad Code

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময় সোমবার শেষ হয়েছে। আর কোনো প্রার্থী মনোনয়ন জমা দিতে পারবেন না বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের ভেতর সারাদেশে জমা পড়েছে ২৫৮২টি মনোনয়নপত্র।

সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নির্বাচন কমিশন থেকে প্রকাশিত এক তালিকায় এ তথ্য জানানো হয়েছে।

Manual3 Ad Code

ইসি সূত্রে জানা গেছে, মোট ৩৪০৭টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল, এর মধ্যে ২৫৮২টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

Manual6 Ad Code

নির্বাচন কমিশন জানিয়েছে, সর্বোচ্চ মনোনয়ন জমা পড়েছে ঢাকা অঞ্চলের ৬ জেলায় মোট ৪৪৪টি। আর সর্বনিম্ন ফরিদপুর অঞ্চলের ৫ জেলায় মোট ১৪২টি।

Manual1 Ad Code

এর আগে সন্ধ্যায় ইসি সচিব আখতার আহমেদ জানান, ঘোষিত তফসিল অনুযায়ী বিকেল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পেরেছেন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র বাছাই করবেন। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২০ জানুয়ারি, এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।

ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।


 

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code