জুলাই গণঅভ্যুত্থানে ১১৪ শহীদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন রোববার

প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানে ১১৪ শহীদের পরিচয় শনাক্তে লাশ উত্তোলন রোববার

Manual4 Ad Code

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ অজ্ঞাতনামা ১১৪ জনের পরিচয় শনাক্তের উদ্দেশ্যে তাদের লাশ রোববার (৭ ডিসেম্বর) রাজধানীর রায়েরবাজার কবরস্থান থেকে উত্তোলন করা হবে। লাশ উত্তোলনের পর ডিএনএ নমুনা সংগ্রহ করা হবে।

Manual2 Ad Code

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান শনিবার (৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন।

Manual2 Ad Code

তিনি জানান, রোববার সকাল থেকে সিআইডি উত্তোলন কার্যক্রম শুরু করবে। লাশ উত্তোলনের পর ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা সংগ্রহের পর পুনরায় যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।

Manual6 Ad Code

উত্তোলনের আগে রায়েরবাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে এ সংক্রান্ত ব্রিফিং করবেন সিআইডির প্রধান মো. ছিবগাত উল্লাহ।

ব্রিফিংয়ে উপস্থিত থাকবেন ফরেনসিক বিশেষজ্ঞ লুয়িস ফনডিব্রাইডার, ফরেনসিক অ্যানথ্রোপোলজিস্ট এবং ফরেনসিক কনসালট্যান্ট।

কবরস্থান বিশেষভাবে সিটি করপোরেশনের উদ্যোগে মার্বেল পাথর ও টাইলস দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। লাশ উত্তোলনের জন্য কবরস্থান এলাকায় তাবু স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পর লাশ উত্তোলনের নির্দেশ দেন। পুলিশি আবেদনের সঙ্গে আদালতে ছিলেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহিদুল ইসলাম।

Manual8 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code