আজ ৬ ডিসেম্বর, স্বৈরাচার পতন দিবস

প্রকাশিত: ৯:২৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৫

আজ ৬ ডিসেম্বর, স্বৈরাচার পতন দিবস

Manual7 Ad Code

আজ ৬ ডিসেম্বর, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ দিন- স্বৈরাচার পতন দিবস। ১৯৯০ সালের এই দিনে গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদ পদত্যাগ করে রাষ্ট্রক্ষমতা অস্থায়ী সরকারের কাছে হস্তান্তর করেন। এর মধ্য দিয়েই অবসান ঘটে তার দীর্ঘ ৯ বছরের সামরিক শাসনের, আর দেশ ফিরে আসে গণতান্ত্রিক ধারায়।

১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ সামরিক আইন জারি করে রাষ্ট্রক্ষমতা দখল করেন। তার শাসনামলের বিরুদ্ধে ধাপে ধাপে গড়ে ওঠে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন।

Manual6 Ad Code

আওয়ামী লীগের নেতৃত্বে ১৫-দল, বিএনপির নেতৃত্বে সাত-দল এবং জাসদ-ওয়ার্কার্স পার্টির অধীনে পাঁচটি বামদল যৌথভাবে আন্দোলনে যুক্ত হয়। তিন জোটের বাইরে থেকেও জামায়াতে ইসলামী স্বৈরশাসনবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখে।

Manual4 Ad Code

গণতান্ত্রিক অধিকার, কার্যকর সংসদ, আইনের শাসন ও মৌলিক অধিকারের নিশ্চয়তার দাবিতে আন্দোলন তীব্র হতে থাকে। সেই সংগ্রামে ডা. শামসুল আলম খান মিলন, নূর হোসেনসহ বহু মানুষ আত্মত্যাগ করেন

Manual3 Ad Code

১৯৯০ সালের নভেম্বরের শেষ দিকে দেশজুড়ে আন্দোলন চরমে পৌঁছালে ৬ ডিসেম্বর জনতার চাপের মুখে এরশাদ বাধ্য হন পদত্যাগ করতে। এর মধ্য দিয়ে শুরু হয় গণতন্ত্রের নতুন যাত্রা।

গণতান্ত্রিক মূল্যবোধ, নাগরিক অধিকার ও রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে দিনটি পালন করা হয়।

Manual3 Ad Code

৯০-এর গণঅভ্যুত্থান দেশে গণতান্ত্রিক চর্চার নতুন অধ্যায়ের সূচনা করেছিল- যার স্মারক আজকের এই ৬ ডিসেম্বর।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code