ফেসবুকে এলো নতুন ফিচার, যে চমক থাকছে ব্যবহারকারীদের জন্য

প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

ফেসবুকে এলো নতুন ফিচার, যে চমক থাকছে ব্যবহারকারীদের জন্য

Manual6 Ad Code

ফেসবুক গ্রুপে ব্যবহারকারীর পরিচয় গোপন রাখার সুবিধা আরও উন্নত করতে নতুন ফিচার ‘নিকনেম’ চালু করেছে মেটা। এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আসল নামের পরিবর্তে গ্রুপে নির্দিষ্ট ছদ্মনামে পোস্ট দিতে, মন্তব্য করতে ও প্রতিক্রিয়া জানাতে পারবেন। আগে ফেসবুক গ্রুপে অ্যানোনিমাস পোস্ট করা গেলেও তা দিয়ে গ্রুপে ধারাবাহিকভাবে পরিচিতি তৈরি বা নিয়মিত যোগাযোগ রাখা সম্ভব ছিল না। নতুন নিকনেম ব্যবস্থায় সেই সীমাবদ্ধতা দূর হচ্ছে।

Manual7 Ad Code

মেটার মতে, অনেক ব্যবহারকারী ব্যক্তিগত তথ্য প্রকাশ না করে বিভিন্ন গ্রুপে আলোচনায় যোগ দিতে চান। নতুন এই নিকনেম ব্যবস্থায় তাদের আসল প্রোফাইল নাম ও ছবি গ্রুপের অন্য সদস্যদের কাছে গোপন থাকবে। তবে গ্রুপ অ্যাডমিন, মডারেটর এবং ফেসবুক সিস্টেম প্রয়োজনীয় তথ্য দেখতে পারবে। গ্রুপের সদস্যরা নিকনেম ব্যবহারকারীর আগের পোস্ট, মন্তব্য এবং গত সাত দিনের প্রতিক্রিয়াও দেখতে পারবেন, তবে মূল পরিচয় গোপনই থাকবে।

Manual4 Ad Code

ব্যবহারকারীরা নিকনেম প্রোফাইলের জন্য পছন্দমতো ছবি ও রঙিন ব্যাকগ্রাউন্ড বেছে নিতে পারবেন। পোস্ট দেয়ার সময় আগে যেমন ‘অ্যানোনিমাস পোস্ট’ অপশন ছিল, তার পাশেই এখন নিকনেম অপশন দেখা যাবে। নিকনেম যেকোনো সময় চালু বা বন্ধ করা যাবে, তবে নাম বদলাতে চাইলে দুই দিন ব্যবধান রাখতে হবে। নাম পরিবর্তনের পর আগের সব পোস্ট, মন্তব্য ও প্রতিক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নতুন নিকনেমে যুক্ত হবে। একাধিক গ্রুপে ভিন্ন নিকনেম ব্যবহার করা হলে নাম পরিবর্তনের প্রভাব কেবল ওই নির্দিষ্ট গ্রুপেই কার্যকর হবে।

মেটা কিছু শর্তের কথা জানিয়েছে যেমন শুধুমাত্র গ্রুপ অ্যাডমিনরা চাইলে গ্রুপে নিকনেম ফিচার চালু করতে পারবেন। আর নাম অবশ্যই ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে হতে হবে। একই গ্রুপে একই নিকনেমে দুইজন থাকতে পারবে না।

Manual2 Ad Code


সূত্র : টেকক্রাঞ্চ

Manual3 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code