হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে

প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২৫

হোটেল রুমে গোপন ক্যামেরা শনাক্ত করবেন যেভাবে

Manual3 Ad Code

ঘুরতে গিয়ে অনায়াসে যেকোনো হোটেল বুকিং করা হয়। কিন্তু এর আড়ালে অনেক সময় ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। তাই হোটেলে ওঠার পর আপনি চেক করে নিতে পারেন গোপন ক্যামেরা থাকার বিষয়টি। দেখে নিন গোপন ক্যামেরা শনাক্ত করার উপায়গুলো।

এই গোপন নজরদারি ঠেকাতে খুব জটিল কোনো প্রযুক্তির প্রয়োজন নেই। শুধু কিছু সচেতনতা আর সামান্য কৌশল জানলেই আপনি নিজেকে নিরাপদ রাখতে পারবেন। নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন বা সঙ্গে থাকা সাধারণ জিনিস দিয়েই অনেক কিছু করা সম্ভব।

হোটেল রুমে বা ভাড়া নেয়া যেকোনো জায়গায় গোপন ক্যামেরা শনাক্ত করার উপায়গুলো দেখে নিন-

Manual3 Ad Code

১. প্রথমেই রুমে ঢুকে ভালোভাবে চারপাশে চোখ বুলিয়ে নিন। ধোঁয়া শনাক্তকারী যন্ত্র, দেয়ালঘড়ি, বৈদ্যুতিক সকেট, দেয়ালের ছবি বা ঘর সাজানোর জিনিস, সফট টয় (পুতুল) বা আয়নার মতো জিনিসের দিকে ভালোভাবে তাকান। কোনো কিছু যদি অস্বাভাবিক অবস্থানে থাকে বা ঘরের অন্যান্য জিনিসপত্রের তুলনায় নতুন মনে হয়—তাহলে সেটা খুঁটিয়ে দেখে নিন।

২. ঘরের সব আলো নিভিয়ে একটি টর্চ বা ফোনের ফ্ল্যাশলাইট ব্যবহার করুন। গোপন ক্যামেরার লেন্স সাধারণত আলো প্রতিফলন করে, তাই কোথাও ছোট্ট ঝিলিক বা আলোর প্রতিফলন দেখা গেলে সেটি ক্যামেরা হতে পারে। আয়না, বাতির হোল্ডার, দেয়ালের কোনা বা ঘড়ির ভেতরে ভালোভাবে আলো ফেলে খুঁজে দেখুন।

Manual4 Ad Code

৩. অনেক গোপন ক্যামেরাই নাইট ভিশনের জন্য ইনফ্রারেড (আইআর) আলো ব্যবহার করে। অন্ধকার রুমে আপনার ফোনের ক্যামেরা চালু করে সন্দেহজনক স্থানের দিকে তাক করুন। যদি স্ক্রিনে ছোট ছোট জ্বলজ্বলে বিন্দুর মতো কিছু দেখা যায়, তাহলে সেখানে ইনফ্রারেড সোর্স থাকতে পারে, যা গোপন ক্যামেরার ইঙ্গিত দেয়।

৪. বেশির ভাগ গোপন ক্যামেরায় ওয়্যারলেস থাকে এবং আপনার ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত থাকতে পারে। ফোনের ওয়াইফাই সেটিংসে গিয়ে দেখে নিন কোন কোন ডিভাইস সংযুক্ত আছে। কোনো অচেনা বা অদ্ভুত নামের ডিভাইস থাকলে সতর্ক হোন।

Manual5 Ad Code

৫. কম দামে পাওয়া যায় এমন একটি রেডিও তরঙ্গ শনাক্তের যন্ত্র বা আরএফ সিগন্যাল ডিটেক্টর আপনার কাজে আসতে পারে। এই ডিভাইস দিয়ে রুম স্ক্যান করলে কোনো ক্যামেরা বা মাইক্রোফোন থেকে রেডিও তরঙ্গ নির্গত হলে সেটি শনাক্ত করতে পারবে। ডিভাইসটি ক্যামেরার কাছাকাছি এলেই শব্দ বা আলো দিয়ে সংকেত দেবে।

৬. গোপন ক্যামেরা লুকিয়ে রাখার জন্য দ্বিমুখী আয়নাও ব্যবহৃত হয়। চেক করার জন্য আপনার আঙুলের ডগা আয়নার ওপর স্পর্শ করুন। যদি আঙুল আর তার প্রতিবিম্বের মাঝে সামান্য ফাঁক থাকে, তাহলে সেটা সাধারণ আয়না। তবে যদি কোনো ফাঁক না থাকে, অর্থাৎ সরাসরি সংযুক্ত দেখা যায়, তাহলে সেটা হতে পারে দ্বিমুখী আয়না, যার পেছনে লুকিয়ে থাকতে পারে ক্যামেরা।


 

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code