ওসমানী হাসপাতলে রোগীর স্বজনকে মারধর, চিকিৎসককে অব্যাহতি

প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

ওসমানী হাসপাতলে রোগীর স্বজনকে মারধর, চিকিৎসককে অব্যাহতি

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনকে মারধরের অভিযোগে এক চিকিৎসককে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে হাসপাতালের উপ-পরিচালক সৌমিত্র চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসক তন্ময় দেবনাথ একজন স্নাতকোত্তর ‘ফেজ-বি’–এর আবাসিক শিক্ষার্থী। হাসপাতালের পরিচালক ঘটনাটি তদন্তের জন্য একটি পাঁচ সদস্যের কমিটি গঠন করেছেন। একইসঙ্গে, চিকিৎসক তন্ময় দেবনাথকে তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

হাসপাতালের উপপরিচালক সৌমিত্র চক্রবর্তী এ বিষয়ে বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা তদন্তের মাধ্যমে পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখব। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

এ ঘটনায় চিকিৎসক তন্ময় দেবনাথকে আপাতত তার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ‍্য, রোববার (২৭ এপ্রিল) সুনামগঞ্জের জুবায়ের আহমদ নামের এক রোগীকে নিয়ে তার বন্ধু মিজান আহমদ চিকিৎসক তন্ময় দেবনাথের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে চিকিৎসক মিজানকে লাথি মারেন। এই ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট