মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা সিলেটের কার্যালয় পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত: ১০:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৫

মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা সিলেটের কার্যালয় পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠান

মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা সিলেটের কার্যালয় পরিদর্শন ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৮ এপ্রিল শুক্রবার নগরীর উত্তর কাজীটুলা অন্তরঙ্গে সংস্থার কার্যালয়ে বাংলাদেশ উইমেন অ্যান্ড চিলড্রেন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডব্লিউসিডিও) এর নির্বাহী কর্মকর্তা জয় সাসেক্স পরিদর্শন ও তাঁর সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা রেজি নং সিলে/১৫৮ এর প্রতিষ্ঠাতা সভানেত্রী শিক্ষিকা রুনা সুলতানার সভাপতিত্বে ও সংস্থার উপদেষ্টা, বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ আনোয়ার আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উন্ময়ন অফিসার মোঃ ফারুক হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জীবনবীমা কর্পোরেশন এবং সংস্থার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলাদেশকে বিশ্বব্যাপী স্বীকৃতি প্রদানে ডব্লিউসিডিও-এর জন্য যথেষ্ট প্ল্যাটফর্ম ভ্যালু বৃদ্ধিতে বিশেষভাবে তৈরি করা হয়েছিল।
এই সম্মানজনক অনুষ্ঠানে সংস্থার মুখ্য নির্বাহী কর্মকর্তা জয় সাসেক্স-কে রাষ্ট্রদূত, মিডিয়া ফ্যাসিলিটেটর, প্রমোটার এবং জনসংযোগ প্রতিনিধি হিসেবে নিযুক্ত করায় বক্তারা কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বক্তারা বলেন, মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে দরিদ্র শিক্ষার্থীদের স্বল্প খরচে লেখাপড়ার সুযোগ, বয়স্ক মহিলাদের স্বাক্ষরতা শিখানো ও দরিদ্র মহিলাদের বিভিন্ন ট্রেডে বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও বাল্য বিবাহ প্রতিরোধ ও জেন্ডার সমতা আননয়নের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
বক্তারা মহিলা ও শিশু উন্নয়ন সংস্থা সিলেটের মত অন্যান্য সংগঠনগুলোকে দেশ-জাতী ও মানুষের উন্নয়নের লক্ষ্যে মানবসম্পদ তৈরীতে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি


সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট