কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ৮ মার্চ

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০১৭

কলেজছাত্রী খাদিজা হত্যাচেষ্টা মামলার রায় ৮ মার্চ

Manual1 Ad Code

কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস হত্যাচেষ্টা মামলার রায়ের দিন ৮ মার্চ নির্ধারণ করেছেন আদালত।

রবিবার সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা শুনানি শেষে এ তারিখ নির্ধারণ করেন।

আদালতের পিপি অ্যাডভোকেট মফুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

Manual8 Ad Code

এ সময় মামলার একমাত্র আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলম আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, ১ মার্চ বুধবার এপিপি মাহফুজুর রহমান জানিয়েছেন, রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে মামলাটির আদালত পরিবর্তন করে মহানগর দায়রা জজ আদালতে স্থানান্তর করা হয়েছে।

তারই ধারবাহিকতায় ৫ মার্চ দায়রা জজ আদালতেই মামালার যুক্তিতর্ক শেষে রায়ের এ দিন ধার্য করা হয়।

Manual4 Ad Code

এর আগে মামলাটি সিলেট মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে আদালতে চলছিলো।

Manual4 Ad Code

প্রসঙ্গত, গত বছরের ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত ছাত্র ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। ঘটনার পরপরই শিক্ষার্থীরা বদরুলকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এরপর থেকে বদরুল কারাগারে রয়েছে।

Manual1 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code