স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৪ নেতাকে গ্রেপ্তারে আলী আহমদের নিন্দা

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের ৪ নেতাকে গ্রেপ্তারে আলী আহমদের নিন্দা

Manual7 Ad Code

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমনকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ।

Manual1 Ad Code

অবিলম্বে কারান্তরীণ মাহবুবুল হক চৌধুরী, আফসর খান ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসানসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও ষড়যন্ত্রমূলক গায়েবী মামলা প্রত্যাহারের দাবী জানান তিনি।

Manual8 Ad Code

বুধবার এক বিবৃতিতে আলী আহমদ বলেন, চলমান গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন দমিয়ে রাখতে সারাদেশের ন্যায় সিলেটেও বিএনপির দলীয় নেতাকর্মীদের গণগ্রেফতার চলছে। জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত ও মানুষের জানমালের নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ক্ষমতাসীন দলের লাঠিয়াল বাহিনীর ন্যায় আচরণ করছে। আর ফ্যাসিস্ট সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে। গত সপ্তাহে সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান সহ ৫ ছাত্রদল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার নগরী থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমনকে গ্রেফতার করা হয়েছে। প্রতিদিনই বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা দেয়া হচ্ছে। এর পরিনতি ভালো হবেনা। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন বন্ধ করুন। এই সরকারই শেষ সরকার নয়। জনতার সরকার প্রতিষ্ঠিত হলে জুলুম-নিপীড়নের সাথে জড়িত সবাইকে বিচারের মুখোমুখি দাঁড়াতে হবে।

Manual6 Ad Code

অবিলম্বে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, সদস্য সচিব আফসর খান, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন লিমনসহ কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে।

Manual2 Ad Code


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code