৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৭ পূর্বাহ্ণ, মে ৩০, ২০২৩
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী আজ । ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের হাতে নির্মমভাবে প্রাণ হারান তিনি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক ছিলেন। প্রতি বছর এ দিনটি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী হিসেবে পালন করে বিএনপি।
শোকাবহ এই দিনটি স্মরণে রাজধানী ঢাকাসহ সারা দেশে দোয়া মাহফিল, আলোচনাসভা ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণসহ ১৮ দিনের কর্মসূচি নিয়েছে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
জিয়াউর রহমান ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীতে জন্ম গ্রহণ করেন। তিনি ইস্ট বাংলা রেজিমেন্ট-ইপিআরের বাঙালি পল্টনের মেজর ছিলেন। স্বাধীনতার পর তিনি তত্কালীন বাংলাদেশ সরকার কর্তৃক বীর উত্তম খেতাবে ভূষিত হন। এরপর তিনি সেনাবাহিনীর প্রধান হন। মোশতাক সরকারের ৮১ দিনের শাসনের পর ১৯৭৫ সালের ৭ নভেম্বর তিনি বাংলাদেশের প্রধান সেনা প্রশাসক ও রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথমে জাতীয় গণতান্ত্রিক দল (জাগদল) এবং ১৯৭৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গঠন করেন।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ১৮ দিনের কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল দুপুর ২টায় রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনাসভার মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়েছে। আজ ৩০ মে ভোর ৬টায় দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন করা হবে। এদিন বেলা ১১টায় মহাসচিবের নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফেরাত কামনায় মাজার জিয়ারত করা হবে। পরে ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। আজ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি প্রতি থানায় দুস্থদের মধ্যে কাপড় ও রান্না করা খাবার বিতরণ করবে। আগামী ১ জুন জাসাস, ২ জুন জাতীয়তাবাদী সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি), ৪ জুন শ্রমিক দল, ৮ জুন তাঁতী দল, ১০ জুন মৎস্যজীবী দল আলোচনাসভা করবে। আগামী ১৫ জুন পর্যন্ত বিএনপির অন্যান্য সংগঠনসমূহ ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D