জুড়ীতে নৌকার ভরাডুবি, জয় পেলেন ‘বিদ্রোহী’ আলীম

প্রকাশিত: ৬:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২

জুড়ীতে নৌকার ভরাডুবি, জয় পেলেন ‘বিদ্রোহী’ আলীম

Manual8 Ad Code

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী মাসুক আহমদের ভরাডুবি হয়েছে। তিনি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আলীম সেলুর কাছে ধরাশায়ী হয়েছেন।

আব্দুল আলীম সেলু ঘোড়া প্রতীক নিয়ে ৫০৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মাসুক আহমদ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২২১২ভোট এবং আরেক স্বতন্ত্র প্রার্থী মোস্তফা মিয়া ১৭২০ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

Manual4 Ad Code

এর আগে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। সীমান্তবর্তী চা বাগান অধ্যুষিত এ ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ৩৫৬ জন। এরমধ্যে ৬৯৮৮ জন পুরুষ এবং ৫১৬৮ জন মহিলা ভোটার। ১১টি ভোট কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়। প্রথমবারের মতো ইভিএম ভোট হওয়ায় ভোটারদের মধ্যে নানা কৌতুহল ছিল।

Manual4 Ad Code

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সকল ধরনের ব্যবস্থা ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নির্বাচন সুষ্ঠ‌ভাবে সম্পন্ন হয়েছে।

Manual3 Ad Code


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual5 Ad Code