প্রীতি ফুটসাল ম্যাচে মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার জয়

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২০

প্রীতি ফুটসাল ম্যাচে মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার জয়

Manual1 Ad Code

মহান বিজয় দিবস উপলক্ষে প্রীতি ফুটসাল ম্যাচে জয়ী হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা। ১৬ ডিসেম্বর বুধবার মহান বিজয় দিবসের সন্ধ্যায় নগরীর শিবগঞ্জে ক্রসবার ফুটসাল মাঠে মকসুদ বক্ত স্মৃতি সংসদকে তারা হারিয়েছে ২-১ গোলে। প্রীতি এই ম্যাচ আয়োজন করে শিবগঞ্জ এলাকার সামাজিক সংগঠন উদ্দীপন ইন্টারন্যাশনাল ক্লাব। খেলা শেষে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। উদ্দীপন ক্লাবের আহ্বায়ক মিসবাহ উদ্দিন চৌধুরী রুপমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেট সিটি কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মৌসুমী ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সাজেদ আহমদ চৌধুরী বাপন, সংস্থার সভাপতি মনসুর আহমদ, সিলেট ক্রিকেটার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি রেজাউল করিম নাচন, ক্রীড়া সংগঠক মারুফ আহমদ, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার দোদুল, দোলন আহমদ। প্রীতি ফুটসাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের মান্না চৌধুরী।


এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code