মাদক সেবন করতে গিয়ে ড্যাফোডিলের ১০ শিক্ষার্থী আটক

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২০

মাদক সেবন করতে গিয়ে ড্যাফোডিলের ১০ শিক্ষার্থী আটক

Manual3 Ad Code

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক সেবন করতে গিয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ জন শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পৌরশহরের খরমপুর মাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

Manual7 Ad Code

আটকরা হলেন- ঢাকার খিলগাওয়ের বাসিন্দা রুস্তম আলীর ছেলে ইমরান আলী, একই এলাকার বাসিন্দা অ্যাডভোকেট জুলহাস মিয়ার ছেলে আরিফ হোসেন, খিলগাও এলাকার পূর্ব গোঁড়ানের বাসিন্দা কামাল আহম্মেদের ছেলে সৌরভ আহম্মেদ, ওই এলাকার মজিবুর রহমানের ছেলে জাহিদুর রহমান, একই এলাকার আহসান উল্লার ছেলে শাফায়েত উল্লাহ হিমেল, আলকাস হাওলাদারের ছেলে সোহাগ হোসেন, কুতুব উদ্দিন খানের ছেলে মুরাদ খান, ওই এলাকার বাসিন্দা নূরুন্নবীর ছেলে মাহমুদুল হাসান, মতিঝিল থানার উত্তর কমলাপুর এলাকার বাসিন্দা মৃত গোলাম আজমের ছেলে কামরুল হাসান এবং সবুজবাগ থানার মাদারটেক এলাকার বাসিন্দা শামসুল ইসলামের ছেলে ইসমাঈল হোসেন।

Manual7 Ad Code

পুলিশ সূত্র জানায়, আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের মাদক বিক্রেতা উমরানকে (২৩) রামধনগর এলাকা থেকে সোমবার বিকালে আটক করে পুলিশ। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোনের একটি রিসিভ কলের সূত্র ধরে অভিযান চালিয়ে ১০ জন শিক্ষার্থীকে আটক করা হয়।

আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, ১০ শিক্ষার্থীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Manual6 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code