৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০১৬
২০০৪ সালে দিরাইতে সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় বোমা হামলার মামলায় সিলেট সিটি করপোরেশনের বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র জি কে গউছকে কারাগারে পাঠানো হয়েছে।
Manual1 Ad Codeরোববার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (দিরাই জোন) আব্দুল্লাহ মো.আবু সালেহ তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
Manual5 Ad Codeপরে তাদের কড়া পুলিশি পাহারায় শহরতলীর হালুয়ারগাঁও এলাকার সুনামগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।
এরআগে আওয়ামী লীগ নেতা কিবরিয়া হত্যা মামলায় জামিনে থাকা আরিফুল হক চৌধুরী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। এছাড়া একই মামলায় হবিগঞ্জ কারাগারে থাকা জি কে গউছকে সুনামগঞ্জ আদালতে হাজির করে পুলিশ।
Manual4 Ad Code২০০৪ সালের সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় মঞ্চের পাশে গ্রেনেড বিস্ফোরণ ঘটে। এতে যুবলীগের এক কর্মী নিহত ও ২৯ জন আহত হন। পরে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে দিরাই থানায় বিস্ফোরক আইনে মামলা হয়।
Manual4 Ad Codeসম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ বিভাগের (সিআইডি) হবিগঞ্জ জোনের সহকারী পুলিশ সুপার বসু দত্ত চাকমা তাদের গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তাদের হাজির করার নির্দেশ দেন।
আবেদনে বসু দত্ত চাকমা উল্লেখ করেন, প্রাথমিক সাক্ষ্য-প্রমাণে ওই হামলার ঘটনায় আরিফুল হক চৌধুরী ও জি কে গউছের সম্পৃক্ততা পাওয়া গেছে।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাড. শহীদুল হাসমত খোকন ও আসামিপক্ষে আইনজীবী ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. শেরে নূর আলী।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D