সিলেটে বন্যা, বিজিবির উদ্ধারকাজ ও রান্না করা খাবার বিতরণ

প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ণ, মে ৩০, ২০২৪

সিলেটে বন্যা, বিজিবির উদ্ধারকাজ ও রান্না করা খাবার বিতরণ

টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেটের জৈন্তাপুর উপজেলায় আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে৷

বৃহস্পতিবার (৩০ মে) সকাল থেকে সিলেট সেক্টর বিজিবি, জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি), সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক নিজস্ব নৌযানে করে বন্যায় পানিবন্দী মানুষদের উদ্ধার ও স্থানীয়দের সাথে নিয়ে এলাকার বেড়িবাঁধ রক্ষার কাজ করছে বিজিবি। সেই সাথে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের মাঝে দুপুরের রান্না করা খাবার বিতরণ করেছে বিজিবি।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সেক্টর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম, পিএসসি ও জকিগঞ্জ ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার মোঃ আসাদুন্নবী, পিএসসি এবং সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনতাসির মামুন, বিজিওম, পিএসসি (ইঞ্জিনিয়ার্স)।

এসময় সিলেট সেক্টর বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম, পিএসসি বলেন- টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হঠাৎ জৈন্তাপুরের নিম্নাঞ্চলে নদীর পানি বৃদ্ধি পেয়ে হঠাৎ বন্যা সৃষ্টি হলে সকাল থেকে বিজিবি নিজস্ব নৌযানে প্রায় দুই শতাধিক পানিবন্দী মানুষকে উদ্ধার করেছে এবং স্থানীয়দের নিয়ে বেড়িবাঁধ রক্ষার কাজ করেছে। বিজিবির পক্ষ থেকে বন্যা আশ্রয়কেন্দ্রের মানুষদের জন্য দুপুরে ৪৫০ প্যাকেট রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। -প্রেস বিজ্ঞপ্তি


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট