গোয়াইনঘাটে জাল টাকা সহ যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০১৭

গোয়াইনঘাটে জাল টাকা সহ যুবক গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট থেকে জাল টাকাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আটক রুবেল মিয়া (২৮) সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

বর্তমানে সে সিলেট নগরের উপশহর এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিল। গত শনিবার তাকে গোয়াইনঘাটের নন্দিরগাও মিত্রিমহল এলাকা থেকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ হাজার টাকার ২৯টি জাল নোট উদ্ধার করা হয়।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) সুজ্ঞান চাকমা জানান, সিলেটের পুলিশ সুপার মো. এনিরুজ্জামানের নির্দেশে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলওয়ার হোসেন এ অভিযান পরিচালনা করে জাল টাকাসহ রুবেলকে আটক করে। এ ঘটনায় গোয়াইনঘাট থানার পরিদর্শক মো. সফিকুর রহমান বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারায় মামলা নং-১৬ দায়ের করেছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট