১৬ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ২রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৩ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৪
সিলেট নগরীর সকল নাগরিকবৃন্দকে কোভিড-১৯ টিকার ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে। আগামী ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে এবং কুমারপারাস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে ১৮ বছরের উর্ধ্বে সকল নাগরিকবৃন্দকে কোভিড-১৯ টিকার ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিটি কর্পোরেশনর এলাকার ৪২টি ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহনে ইচ্ছুক সবাইকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইপিআই টিকাদান কেন্দ্র ও ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে টিকা প্রদান করা হবে। যথাসময়ে সকল নাগরিকদের টিকা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, কোভিড-১৯ ভ্যাকসিন শারীরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রদান করা হবে। টিকার মজুদ শেষ হলে কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। ভ্যাকসিনের ডোজ অনলাইন/সুরক্ষা ওয়েবসাইটে আপলোড করার ব্যবস্থা থাকবে না।—বিজ্ঞপ্তি
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D