মাহির সঙ্গে শাওনের বিয়ে হয়েছিল : প্রতিবেদন

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭

মাহির সঙ্গে শাওনের বিয়ে হয়েছিল : প্রতিবেদন

Manual8 Ad Code
পুলিশ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, চিত্রনায়িকা মাহির সঙ্গে স্বামী দাবিদার শাওনের বিয়ে হয়েছিল। বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়েছে। পুলিশের উপ পরিদর্শক সোহরাব মিয়া এ প্রতিবেদন দাখিল করেন। আদালতের সংশ্লিষ্ট সাধারণ নিবন্ধন কর্মকর্তা রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ১৫ মে কাজী মো. সালাউদ্দিন ম্যারেজ রেজিস্ট্রারের মাধ্যমে শাওন ও মাহির বিয়ে সম্পন্ন হয়। ভলিউম নং ১৮৬/১৫, পৃষ্ঠা ৬৫-তে এ বিয়ের রেজিস্ট্রার করা হয়েছে এবং তদন্ত কর্মকর্তা এ বিয়ের রেজিস্টার জব্দ করে সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করেছেন।
এদিকে, মাহিয়া মাহির করা মামলায় স্বামী দাবিদার শাওনকে অব্যাহতির সুপারিশ করে পুলিশি প্রতিবেদন দাখিল করা হয়।
এর আগে ২০১৬ সালের ২৮ মে নায়িকা মাহি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগটি তিনি করেন স্বামী দাবিদার শাওনের বিরুদ্ধে। ওই অভিযোগের ভিত্তিতেই শাওনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেফতারের সময় গোয়েন্দা পুলিশ শাওনের দক্ষিণ বাড্ডার বাসা থেকে কম্পিউটার জব্দ করে।

 

Manual1 Ad Code
Manual7 Ad Code