বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা নজরুল হোসেন’কে বহিস্কার

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০১৭

বিয়ানীবাজার উপজেলা বিএনপি নেতা নজরুল হোসেন’কে বহিস্কার

২ ফেব্রুয়ারি ২০১৭, বৃহস্পতিবার ।। সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য নজরুল হোসেন’কে দল থেকে বহিস্কার করেছে উপজেলা বিএনপি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগ এনে বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র এক জরুরী সভায় সর্ব সম্মতি ক্রমে এ সিন্ধান্ত নেয়া হয়।
বিয়ানীবাজার উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুল এবং সাধারন সম্পাদক সিদ্দিক আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।
সম্প্রতি জেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করা এবং শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সহ সংগঠনের আদর্শের পরিপন্থি কাছে লিপ্ত থাকায় তাঁকে বহিস্কার করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

জরুরী এ সভা উপজেলা বিএনপি’র সভাপতি নজমুল হোসেন পুতুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদের পরিচালনায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বহিস্কারের বিষয়টি অবহিত করা হয়েছে সংগঠনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিলেট বিভাগের দায়িত্বশীল ডাঃ সাখাওয়াত হোসেন জীবন ও সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমকে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট