জনপ্রতিনিধি সাংবাদিক রাজনীতিবিদদের মামলায় জড়ানোর প্রতিবাদে উত্তাল দিরাই

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০১৭

জনপ্রতিনিধি সাংবাদিক রাজনীতিবিদদের মামলায় জড়ানোর প্রতিবাদে উত্তাল দিরাই

Manual4 Ad Code

সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, প্রেসক্লাব সাধারণ সম্পাদকসহ রাজনীতিবিদদের ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলায় জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল আর মানববন্ধনে উত্তাল হয়ে উঠেছে দিরাই।

প্রতিদিনই রাজনৈতিকদল, সামাজিক সংগঠনসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে মিছিল সমাবেশ মানববন্ধন করছে।

শনিবার (২৮ জানুয়ারি) বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা মানববন্ধন করেছে উপজেলা মক্তিযোদ্ধা সংসদ, দিরাই বাজার ব্যবসায়ী সমিতি এবং সর্বদলীয় ব্যানারে বিক্ষোভ মিছিল পথসভা করেছে পৌর সদরের ৪নং ওয়ার্ডবাসী। সকাল ১১টায় ৪নং ওয়ার্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরুকের থানা পয়েন্টে এসে পথসভা অনুষ্ঠিত হয়।

এলকার মুরব্বি নূর মিয়ার সভাপতিত্বে ও ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান তালুকদারের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান তালুকদার, এপিপি অ্যাডভোকেট অভিরাম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, সাবেক কাউন্সিলর হিরেন্দ্র দেবনাথ প্রমুখ।

Manual1 Ad Code

দূপুর ১২টায় স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড। মিছিলটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানা কমপ্লেক্সের সামনে মানববন্ধন করে।

Manual2 Ad Code

উপজেলা কমান্ডার আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- কমান্ডের উপদেষ্টা একেএম জুবায়ের চৌধুরী, কানাইলাল রায়, ডেপুটি কমান্ডার রবিন্দ্র কুমার দাস, সাংগঠনিক কমান্ডার করুনা সিন্ধু দাস, পৌরকমান্ডার সিরাজুল ইসলাম, সন্তান কমান্ডের রাহাত মিয়া রাহাত প্রমুখ।

দুপুর ১টায় দিরাই মধ্য বাজারে মানববন্ধন কর্মসুচি পালন করে দিরাই ব্যবসায়ী সমিতি। সমিতির সভাপতি সিরাজ উদদৌলা তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ধনীর রঞ্জন রায়ের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মজির উদ্দিন, মাজু মিয়া সরদার, তারিফ উদ্দিন চৌধুরী, আব্দুর রূফ মিয়া, নুরুল হক মিয়া, ছোয়াব আলী প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ জানয়ারি উপজেলা ঘোড়ামার সাতপাকিয়া প্রকাশিত জারলিয়া জলমহালের দখল নিয়ে জলমহালের ইজারাদার দক্ষিণ নাগেরগাঁও মৎস্যজীবি সমবায় সমিতির সাথে একরার বাহিনীর সংঘর্ষের ঘটনায় তিনজন নিরীহ লোক নিহত হয়।

Manual2 Ad Code

১৯ জানুয়ারি ইজারাদার ধনঞ্জয় দাস বাদী হয়ে একরার হোসেনসহ ২৯ জনকে আসামী করে এবং একরার হোসেনর বাদী হয়ে দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়াসহ ৩৯জনকে আসামী করে মামলা দায়ের করে।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code