এইচএসসি’র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাশ ১১৩৯

প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০২৩

এইচএসসি’র পুনর্নিরীক্ষার ফল প্রকাশ, ফেল থেকে পাশ ১১৩৯

দেশের ১১টি শিক্ষাবোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জ করা ৭ হাজার ২০৯ জন পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে। যার মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৬১৫ জন শিক্ষার্থী, ফেল থেকে পাস করেছেন ১ হাজার ১৩৯ জন শিক্ষার্থী, আর ফেল থেকে জিপিএ-৫ পেয়েছেন এক শিক্ষার্থী।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়।

সিলেট শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, সিলেটে ফলাফলে পরিবর্তন এসেছে মোট ১১৫ জন শিক্ষার্থীর। যার মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩২ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫ জন। এছাড়া বাকিদের বিভিন্ন গ্রেড থেকে পয়েন্ট বেড়ে ফলাফল পরিবর্তন হয়েছে।

এ বছর বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৮৩ হাজার ১২৩জন। এর মধ্যে পাস করেছে ৫৯ হাজার ৫৩৬জন। পাসের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট