কানাডাতে স্কলারশিপ নিয়ে পড়তে ইচ্ছুক সিলেটের শিক্ষার্থীদের জন্য এলগমা ইউনিভার্সিটির ফ্রি সেমিনার রবিবার

প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৩

কানাডাতে স্কলারশিপ নিয়ে পড়তে ইচ্ছুক সিলেটের শিক্ষার্থীদের জন্য এলগমা ইউনিভার্সিটির ফ্রি সেমিনার রবিবার

সিলেটের স্টুডেন্টদের জন্য কানাডাতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সুযোগ নিয়ে বিস্তারিত আলচনা করতে “এলগমা ইউনিভার্সিটির” সাউথ এশিয়ার রিপ্রেসেন্টেটিভ নিশা ধর্মওয়াল এবার সিলেট শহরে আসছে। আগামী ২৬ নভেম্বর রবিবার এয়ারপোর্ট রোডের হোটেল গ্রান্ড সিলেট এন্ড রিসোর্ট এর কার্নেশন হলে বিকাল ২ টা ৩০ মিনিট থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি এই সেমিনার শুধুমাত্র স্টুডেন্টদের জন্য।

কানাডাতে স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ফ্রি ইভেন্টে অংশগ্রহণ করতে ইচ্ছুক স্টুডেন্টদের কে https://forms.gle/Y4gUyNgeBAznJ9g68 এই লিংক ওপেন করে ফর্মটি পূরণ করতে হবে। ফর্ম পূরণ করলেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে।
ওন্টারিও রিজিওনের পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান এলগমা ইউনিভার্সিটি ১৯৬৫ সাল থেকে প্রতিষ্ঠার পর থেকেই বিজ্ঞান, লিবারেল আর্টস, ব্যবস্থাপনা, প্রজেক্ট ম্যানেজমেন্ট, ব্যবসা সহ আরো অনেক প্রফেশনাল ডিগ্রী কোর্স এ সেকেন্ডারি এবং পোস্ট সেকেন্ডারি স্টুডেন্টদের গড়ে তুলছে। তুলনামূলক কম খরচ, স্কলারশিপ এবং উন্নত শিক্ষা ব্যবস্থার কারণে অল্প সময়ে এই পাবলিক ইউনিভার্সিটি বর্তমানে স্টডেন্টদের কাছে একটি জনপ্রিয় নাম।
৩টি ক্যাম্পাস এর মধ্যে দুইটিতে প্রতি বছরই প্রচুর আন্তর্জাতিক এবং উপমহাদেশীয় স্টুডেন্ট পড়তে যায়। বিভিন্ন সংস্কৃতির এক প্রাণবন্ত উচ্ছাসে সচল থাকে এইইউনিভার্সিটির সকল ক্যাম্পাস।
ভর্তি প্রক্রিয়া এবং অন্যান্য বিষয় সেমিনারে বিস্তারিত আলোচনা করা হবে।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট