১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৭
গাজীপুর : বিশ্ব ইজতেমার দ্বিতীয়পর্বে টঙ্গীর তুরাগ তীরে শুক্রবার জুমার নামাজ আদায় করতে মুসল্লিদের ঢল নেমেছে। এদিন ইজতেমা ময়দানে লাখো মুসল্লি জুমার নামাজ আদায় করেন। জুমার নামাজের ইমামতি করেন দিল্লি মারকাজের আমির মাওলানা সাদ।
এরআগে বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা। মাঘের শীত উপেক্ষা করে সকাল থেকে মুসল্লিরা আসতে শুরু করেন ইজতেমা ময়দানে। দুপুরে জুমার নামাজ থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মুসল্লিদের ভিড়।
শুক্রবার সকাল ৯টা থেকে দেখা যায়, ইজেতমা ময়দানে দলে দলে প্রবেশ করছেন মুসুল্লিরা। বেলা ১১টার পর মুসুল্লিদের জমায়েত বাড়তে থাকে।
শুক্রবার বাদ ফজর আম বয়ান করেন দিল্লির মাওলানা শামীম। জুমার পর বয়ান করবেন কাকরাইলের মাওলানা রবিউল হক। বাদ আসর পাকিস্তানের মাওলানা এহসানুল হক ও মাওলানা সাদ বয়ান করবেন বলে জানা গেছে।
ইতোমধ্যে দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিতে সৌদি আরব, পাকিস্তান, ভারত, ইরাক, তুরস্ক থেকে শুরু করে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার প্রায় কয়েক হাজার বেশি বিদেশি মেহমানসহ দেশের প্রত্যন্ত অঞ্চলের ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমা স্থলে হাজির হয়েছেন। এ পর্বের ইজতেমায় আগত মানুষের ঢল অব্যাহত থাকবে রবিবার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত।
দ্বিতীয় পর্বের ইজতেমায় ১৭টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। ২৬ খিত্তায় এসব জেলাগুলো হচ্ছে- ১নং থেকে ৫ ও ৭নং খিত্তায় ঢাকা জেলার বাকি এলাকা, ৬নং খিত্তায় মেহেরপুর, ৮ নং খিত্তায় লালমনিরহাট, ৯ নং খিত্তায় রাজবাড়ী, ১০ নং খিত্তায় দিনাজপুর, ১১ নং খিত্তায় হবিগঞ্জ, ১২ ও ১৩ নং খিত্তায় মুন্সিগঞ্জ, ১৪ ও ১৫ নং খিত্তায় কিশোরগঞ্জ, ১৬ নং খিত্তায় কক্সবাজার, ১৭ ও ১৮ নং খিত্তায় নোয়াখালী, ১৯ নং খিত্তায় বাগেরহাট, ২০ নং খিত্তায় চাঁদপুর, ২১ ও ২২ নং খিত্তায় পাবনা, ২৩ নং খিত্তায় নওগাঁ, ২৪ নং খিত্তায় কুষ্টিয়া, ২৫ নং খিত্তায় বরগুনা এবং ২৬ নং খিত্তায় বরিশাল জেলার মুসল্লিরা অবস্থান নিয়েছেন।
বিশ্ব ইজতেমা উপলক্ষে এ বছরও বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি) বিশেষ ট্রেন ও বাস চলাচলের ব্যবস্থা নিয়েছে।
২০ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত মুসল্লিদের জন্য বিশেষ ট্রেন পরিচালনা করবে। ২২ জানুয়ারি আখেরি মোনাজাতের পূর্ব পর্যন্ত ঢাকা অভিমুখী সকল ট্রেন টঙ্গী রেল স্টেশনে ২ মিনিট বিরতি দেবে।
বিআরটিসিও বিশ্ব ইজতেমা উপলক্ষে অন্য বছরে মতো এ বছরেও বিশেষ বাস সার্ভিস চালু করেছে। রাজধানীর গুলিস্থান, ফুলবাড়িয়া, কমলাপুর, মতিঝিল, ফার্মগেট, গাবতলী, মহাখালী, আজিমপুর থেকে ইজতেমাস্থল পর্যন্ত বিশেষ বাস সার্ভিস চালু থাকবে।
EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D