শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তি শুরু আজ

প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০২৩

শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তি শুরু আজ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তি শুরু আজ রোববার (২৭ আগস্ট) থেকে। ভর্তি কার্যক্রমের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার কেন্দ্রীয় মিলনায়তনে সকাল সাড়ে নয়টা থেকে শুরু হবে এ কার্যক্রম।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ভর্তি কার্যক্রমের সার্বিক প্রস্তুতি পরিদর্শন করেন প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. কবির হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভর্তি কমিটির সভাপতি প্রফেসর ড স্বপন কুমার সরকার এবং সদস্য সচিব প্রফেসর ড. মো. মাহবুবুল হাকিম।

ভর্তি কমিটি সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আর্কিটেকচার, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (সিইই), কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স (সিইপি) ও রসায়ন বিভাগের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবি) ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমইই) বিভাগের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস), জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট (জিইই) এবং ওশানোগ্রাফি (ওসিজি) বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন হবে।

এরপরদিন সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি (এফইটি), ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই), গণিত ও পেট্রোলিয়ম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।

দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পদার্থ বিজ্ঞান, পরিসংখ্যান ও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। এদিন বিকাল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নৃবিজ্ঞান, ব্যবসায় প্রশাসন ও ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি সম্পন্ন হবে।

সর্বশেষ মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বাংলা, অর্থনীতি ও লোকপ্রশাসন বিভাগের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। দুপুর সাড়ে ১২টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত পলিটিক্যাল স্টাডিজ, সমাজকর্ম ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট