সিলেটে ২১ জুলাই জনসভা করতে পুলিশের অনুমতি চায় জামায়াত

প্রকাশিত: ৮:৩৪ অপরাহ্ণ, জুলাই ১৬, ২০২৩

সিলেটে ২১ জুলাই জনসভা করতে পুলিশের অনুমতি চায় জামায়াত

সিলেটের ঐতিহাসিক রেজিস্টারি মাঠে এবার ২১ জুলাই সমাবেশ করতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৬ জুলাই) সমাবেশের অনুমতি চেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার বরাবর আবেদন করেছে সিলেট মহানগর শাখা।

রোববার বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জামায়াত।

গতকাল শনিবার সিলেটে পুলিশের অনুমতি না পাওয়ায় জামায়াত আগামী ২১ জুলাই (শুক্রবার) বেলা ২টায় নগরীর রেজিস্ট্রারি মাঠে জনসভা করার সিদ্ধান্ত নিয়েছে।

সিলেট জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলী স্বাক্ষরিত আবেদনপত্র জমা দিতে দুপুর ১২টায় মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ে যান জামায়াতের। এ সময় জামায়াত নেতৃবৃন্দ এসএমপির কমিশনার বরাবরে ২১ জুলাইয়ের জনসভা বাস্তবায়নে পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন নগর জামায়াত নেতা এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট ইয়াসীন খান, এডভোকেট আব্দুল খালিক, এডভোকেট রবিউল ইসলাম ও এডভোকেট জুনেদ আহমদ প্রমুখ।

প্রসঙ্গত, দশ দফা দাবিতে গতকাল শনিবার (১৫ জুলাই) সিলেটে সমাবেশ করতে মহানগর পুলিশের (এসএমপি) অনুমতি চেয়ে আবেদন করছিল জামায়াতে ইসলামী। এজন্য পুলিশের অনুমতি চেয়ে গত বুধবার (৫ জুলাই) বিকেলে পাঁচ সদস্যের প্রতিনিধি দল জামায়াতে ইসলামী সিলেট মহানগর শাখার সেক্রেটারি মো. শাহজাহান আলী স্বাক্ষরিত আবেদনপত্র এসমপিতে জমা দেন। তবে কোনোভাবেই সিলেটে জামায়াতকে সমাবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছিল পুলিশ।

পরে গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জামায়াত, সেখানে নগর জামায়াতের আমির আশা প্রকাশ করেন, ২১ জুলাই সমাবেশ করতে তারা পুলিশের অনুমতি পাবেন। আবারও অনুমতি পাওয়া না গেলে সমাবেশ করবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুনরায় আবেদন করবেন এবং সহযোগিতা চাইবেন। দেশের আইনশৃঙ্খলা অবনতি হয় কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এমন কোনো কর্মসূচিতে জামায়াত যাবে না।


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট