টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউস বোটের ওয়াশরুমে গোপন ক্যামেরা!

প্রকাশিত: ৬:৫১ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৩

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী হাউস বোটের ওয়াশরুমে গোপন ক্যামেরা!

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউস বোটের ওয়াশরুমে গোপন ক্যামেরা পাওয়া গেছে। এ ঘটনায় হাউস বোটে হাওর ঘুরতে আসা পর্যটকরা ক্ষোভ জানিয়েছেন।

স্বপ্ন নামের একটি হাউস বোটে এই গোপন ক্যামেরা শনাক্ত করেন একজন পর্যটক।

চট্টগ্রাম থেকে হাওর ঘুরতে আসা পর্যটক সাজিদুর রহমান জানান, গত ১ জুলাই শনিবার তিনি স্বপ্ন নামে হাউস বোটে টাঙ্গুয়ার হাওর ঘুরতে বের হন। এ সময় তিনি ওয়াশরুমে গেলে ভেতরে পুরোনো কাপড়ে মোড়ানো একটি বস্তু দেখতে পান। বিষয়টি তার কাছে সন্দেহজনক মনে হওয়ায় তিনি কাপড়ের ভাঁজ খুলে গোপন ক্যামেরা দেখতে পান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী পর্যটক জানান, নারী পর্যকটদের ব্ল্যাকমেইল করতে হাউস বোটগুলো গোপন ক্যামেরা ব্যবহার করছে। এ বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরদারিতে আনা জরুরি বলে মনে করেন তিনি।

পর্যটক বাবরুল হাসান বাবলু বলেন, হাউস বোট মালিকরা এ ধরনের অপকর্ম করলে টাঙ্গুয়ার হাওর থেকে পর্যটকরা মুখ ফিরিয়ে নেবেন।

অভিযুক্ত স্বপ্ন হাউস বোটের চালক মো. সুহেল মিয়া জানান, এ ঘটনায় তিনি থানা পুলিশের সহায়তা নেবেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. আসাদুজ্জামান রনি বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাননি তিনি। হাউস বোটে এ ধরনের অপকর্ম কেউ করে থাকলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। সূত্র : সমকাল


 

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট