সিলেট সিটি এলাকায় ৭ অনুমোদিত পশুর হাট

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৩

সিলেট সিটি এলাকায় ৭ অনুমোদিত পশুর হাট

সিলেটে কোরবানির পশুর হাটগুলো এখনো জমে উঠেনি বটে, তবে সংশ্লিষ্টরা আশাবাদী মঙ্গলবার থেকেই হাটগুলো জমে উঠতে পারে।

এদিকে সিলেটের জেলা প্রশাসন সিটি করপোরেশন এলাকা ও এর বাইরের উপজেলাগুলোতে মোট ৪৫টি অস্থায়ী পশুর হাটের অনুমোদন দিয়েছে।

এরমধ্যে সিটি করপোরেশন এলাকায় অনুমোদন পেয়েছে ৭টি হাট। সেগুলো হলো, দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনালের পাশের খোলা মাঠ, চৌকিদেখী পয়েন্ট সংলগ্ন খালি জায়গা, ঝালোপাড়া জামে মসজিদ সংলগ্ন খালি জায়গা, মিরাপাড়ার আব্দুল লতিফ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠ, মদিনা মার্কেটের নবাবী মসজিদ সংলগ্ন খোলা জায়গা, নতুন টুকেরবাজার ও মেজরটিলা বাজার সংলগ্ন মাঠ।

এই সাতটির বাইরে আর কোন মাঠে পশুর হাটের অনুমোদন দেয়া হয়নি।

তবে অনুমোদনের বাইরে কেউ পশুর হাট বসালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়ে রেখেছে সিলেট মহানগর পুলিশ।


 

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট