বন্ধ হচ্ছে ভারতীয় সিরিয়াল

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০১৭

বন্ধ হচ্ছে ভারতীয় সিরিয়াল

Manual1 Ad Code

অনেক দিন থেকেই সচেতন মহল ভারতীয় টিভি চ্যানেল বন্ধের দাবী তুলেছেন। কারণ ভারতীয় টিভি সিরিয়ালের প্রভাবে বিবাহ বিচ্ছেদ, আত্মহত্যাসহ নানা ধরনের অপরাধমূলক ঘটনা ঘটছে। এসব সিরিয়াল দেখে বাড়ছে হিংসা-বিদ্বেষ, চক্রান্ত, সময় নষ্ট, পারিবারিক কলহ, একাধিক প্রেমসহ নানা ধরনের প্রতারণা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে শিক্ষার্থী এবং যুবসমাজ। ফলে, ক্ষতির সমুখীন হচ্ছে দেশীয় সংস্কৃতির।

Manual5 Ad Code

অপসংস্কৃতির অভিযোগেই এবার জি বাংলা, স্টার জলসার মত ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করার উদ্যোগ নেয়া হচ্ছে।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং জে বি এম হাসানের ডিভিশন বেঞ্চে এবিষয়ে একটি মামলার শুনানি শুরু হয়েছে। প্রসঙ্গত, ২০১৪ সালে ওই মামলা দায়ের করা হয়।

Manual5 Ad Code

সম্প্রতি হাবিবগঞ্জের একটি চায়ের দোকানে বসে বেশ কয়েকজন কিরণমালা দেখছিলেন। ওই সময় সংশ্লিষ্ট মেগার ধারাবাহিকের বেশ কিছু বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। সেখান থেকেই বাধে হাতাহাতি। এসময় দু পক্ষের সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাঠিচার্জ ও টিয়ার গ্যাস ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code