জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ ১২ জানুয়ারি

প্রকাশিত: ১:৫৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৭

জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ ১২ জানুয়ারি

বর্তমান সরকারের তিন বছর পূর্তি উপলক্ষ্যে আগামী ১২ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিবেন। তার এই ভাষণ বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ বেসরকারি টেলিভিশন ও রেডিও সম্প্রচার করবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয়লাভ করে। ওই বছর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।