রেজিষ্ঠারী মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৮, ২০১৭

রেজিষ্ঠারী মাঠে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশ আজ

৮ জানুয়ারি ২০১৭, রবিবার ।।   কেন্দ্রীয় বিএনপি ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে, সিলেট’সহ দেশব্যাপী ৫ জানুয়ারী গনতন্ত্র হত্যা দিবসের কালো পতাকা মিছিলে বাধা, নগ্ন হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচীর ডাক দিয়েছে সিলেট বিএনপি। আজ রবিবার বেলা ৩ ঘটিকায় নগরীর ঐতিহাসিক রেজিষ্ঠারী মাঠে উক্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। যথা সময়ে উপস্থিত হয়ে সমাবেশকে সফল করার জন্য জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ।
শনিবার এক যৌথ বিবৃতিতে সিলেট জেলা বিএনপি সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন ও সাধারন সম্পাদক বদরুজ্জামান সেলিম এবং জেলা সাধারন সম্পাদক আলী আহমদ উপরোক্ত আহবান জানান।