শিবপুর উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ, সড়ক অবরোধ

প্রকাশিত: ১০:৩৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৩

শিবপুর উপজেলা চেয়ারম্যান গুলিবিদ্ধ, সড়ক অবরোধ

শিবপুরে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান হারুনুর রশিদ খানকে গুলি করেছে দুর্বৃত্তরা। উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার ভোর সোয়া ৬টার দিকে হাঁটাহাঁটি ক‌রে ফেরার সময় শিবপুর থানা সংলগ্ন নিজ বাড়ির সিঁড়ি কোঠায় তার ওপর হামলা করা হয়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ঘটনাটি নিশ্চিত করেছেন শিবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার।

তিনি জানান, দুর্বৃত্তরা চেয়ারম্যান সাহেবকে পেছন থেকে গুলি করেছেন। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। জড়িতদের গ্রেফতারে পুলিশি অভিযান চলছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

এদিকে ঘটনা ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা শিবপুর উপজেলা সদর বাসস্ট্যান্ড, কলেজ গেইট ও ঢাকা-সিলেট মহাসড়কের ইটাখোলা মোড় সড়ক অবরোধ করে, টায়ারে আগুন লাগিয়ে দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বিক্ষুব্ধ নেতাকর্মীরা এ প্রতিবেদন লেখা পর্যন্ত সড়ক অবরোধ করে রাখে। সমগ্র উপজেলায় থমথমে অবস্থা বিরাজ করছে।