বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্স’র আয়োজনে ইপিবিএ উপদেষ্টা হায়দার’কে সংবর্ধনা

প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, জুলাই ২৭, ২০১৬

Manual2 Ad Code

আবু তাহির , ফ্রান্স : ফ্রান্সের বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন ফ্রান্স এর পক্ষ থেকে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ঠ  গুণীজন ,ও ইউরোপের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশি এসোসিয়েশন ইপিবিএ এর  উপদেষ্টা এইচ এস হায়দার এর সম্মানে এক সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

গত রবিবার প্যারিসের মেট্রো প্লাস দ্যা  ফেঁতে অভিজাত রেস্টুরেন্ট ল্যা ম্যাহরাব এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ফ্রান্সের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী শাহাদৎ হোসেন। বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসী কমিউনিটি নেতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এসময় সংবর্ধিত অতিথি এস এইচ হায়দার বলেন বাংলাদেশ এসোসিয়েশনই ফ্রান্সের বাংলাদেশিদের সকল সমস্যা সমাধান করে একটি আন্তরিক ও শক্তিশালী কমিউনিটি গঠন করতে পারে।

বাংলাদেশ এসোসিয়েশন এর আহবায়ক সালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহনেয়াজ রশিদ রানা ও কমিউনিটি নেতা শাহীন আরমান চৌধুরী,র যৌথ উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশী কমিউনিটি মসজিদ ওভারবিলার সভাপতি সালেহ আহমদ চৌধুরী ,বাংলাদেশ এসোসিয়েশন এর যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম ,মোতালেব খাঁন ,ঢাকা বিভাগ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজান সরকার ,ইপিবিএ সহ  সভাপতি মামুন মিয়া ,ঢাকা বিভাগ এসোসিয়েশনের সহ সভাপতি মনির হোসেন খান ,হারুন আহমদ ,ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের নেতা মফিজ আলী , শাহাদৎ হোসেন সাইফুল ,মুজিব আহমদ ,শামীম আহমদ, মোহাম্মদ অলি, ইপিবিএ সহ কোষাধক্ষ অজয় দাস, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি আবু তাহির , সিনিয়র সহ সভাপতি সামসুল ইসলাম ,সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান বাবু , আনন্দ সভাপতি ফারুক আহমদ, কলামিষ্ঠ শরীফ আহমদ সৈকত ,ধাতো মোহাম্মদ এবাদত হোসেইন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ প্যারিস ফ্রান্স এর উপদেষ্টা বিমল দাস  ,ফ্রান্স ছাত্রলীগের সভাপতি আশরাফুর রহমান ,গোলাপ গঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস এর সভাপতি আমিনুর রহমান ,বিয়ানিবাজার সমাজ কল্যাণ সমিতির উপদেষ্টা হাজি জাহেদ হোসেন ,ফসে আবেক রাব্বানী স্কুলের পরিচালক কৌশিক রাব্বানী ,সংগীত শিল্পী সোমা দাস ,শিল্পী দাস ,নুরুন নাহার ,স্বরলিপি শিল্পী গোষ্ঠীর যুগ্ম সম্পাদক শাকিল সরকার ,সংস্কৃতি সম্পাদক মনির হোসেন ,ওমর গাজী ,সালেহ আহমদ ,ডালিম আহমদ  সহ বিভিন্ন সংগঠনের নেতারা।

Manual2 Ad Code

এসময় বক্তারা বলেন কমিউনিটির গুণীজনদের সম্মান প্রদর্শনের মাধ্যমেই ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির মৌলিক উন্নয়ন সম্বভ। এসময় বক্তারা ইপিবিএ এর সকল ইতিবাচক কর্মকান্ডের প্রশংসা করেন। এবং এ  সংগঠন কার্যত প্রবাসীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual3 Ad Code