নতুন প্রত্যাশায় বিদায় ২০১৬, স্বাগত ২০১৭

প্রকাশিত: ২:০৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ১, ২০১৭

আজ ইংরেজি নতুন বছরের প্রথম দিন। শুভ নববর্ষ। অতীতের সব দুঃখ-গ্লানি মুছে নতুন প্রত্যাশায় বিদায় ২০১৬, স্বাগতম খ্রিস্টীয় নতুন বছর ‘২০১৭’। গত বছরের বহু ঘটনার সাক্ষী হয়ে রাত ১২টা ১ মিনিট বাজার সঙ্গে সঙ্গে স্মৃতি হয়ে গেল ইংরেজি ২০১৬ সাল।

নতুনকে স্বাগত জানাতে মানুষের উদ্দীপনা সবসময়। নতুনের মধ্যে নিহিত সম্ভাবনা। সেই সম্ভাবনা বাস্তবে রূপ নেয় নিকট অতীত অথবা সুদূর অতীত থেকে নেয়া শিক্ষা থেকে। তাই নতুন সম্ভাবনাকে বাস্তবে রূপায়ন করার সুযোগ করে দিতে এল নতুন বছর।

নতুনকে আবাহনের তাগিদে রাত ১২টা ১ মিনিটে ব্যাপক উচ্ছ্বাসের সাথে বিশ্ববাসী স্বাগত জানিয়েছে নববর্ষকে।

মধ্যরাত থেকেই শুরু হয়েছে নতুন বছরকে স্বাগত জানিয়ে নানান অনুষ্ঠান। তবে বিগত কিছু দিনের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রাতে উন্মুক্ত স্থানে আনন্দ উদযাপনে বিধি-নিষেধ আরোপ করেছে সরকার।

বাংলাদেশে খৃষ্টবর্ষবরণের উচ্ছ্বাস উচ্চবিত্তের আঙ্গিনা ছাপিয়ে এখন মধ্যবিত্ত, নিম্ন-মধ্যবিত্তের দুয়ারেও আছড়ে পড়ছে। শনিবার রাত শুরু হওয়া ‘হ্যাপি নিউ ইয়ার’ এ শুভেচ্ছা বিনিময় চলবে রবিবার দিনভর।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট