শ্রীপুর পাথর কোয়ারীতে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ১০:১৭ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২২

শ্রীপুর পাথর কোয়ারীতে অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর পাথর কোয়ারীতে কয়েকদিন থেকে স্থানীয় শ্রমিকরা বিচ্ছিন্ন ভাবে পাথর উত্তোলন করার খবর পেয়ে উপজেলা প্রশাসন এক অভিযান পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

রোববার (১৩ নভেম্বর) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিপামনি দেবী এই অভিযান পরিচালনা করেন।

এ সময় কিছু পাথর জব্দ করা হয় এবং এই কাজের সাথে সংশ্লিষ্ট থাকায় কয়েকজন পাথর শ্রমিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও শ্রীপুর বিজিবির সদস্যরা তার সাথে ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিপামনি দেবী বলেন, গোপন সংবাদ পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি জানান, অভিযানকালে কিছু পাথর জব্দ করা হয় এবং পাথর উত্তোলন কাজে জড়িত থাকায় প্রাথমিকভাবে কয়েক জন শ্রমিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর থেকে শ্রীপুর পাথর কোয়ারী বন্ধ রয়েছে। কোয়ারী চালু সংক্রান্ত বিষয়ে স¤প্রতি মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল শ্রীপুর পরিদর্শন করে গেছে।