জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন শেখ হাসিনা

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৬

Manual6 Ad Code

এখন থেকেই আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Manual1 Ad Code

আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে মঙ্গলবার প্রধানমন্ত্রী এই নির্দেশ দেন।

বৈঠকে তিনি বলেছেন, ‘সরকারের মেয়াদ আড়াই বছর চলে গেছে। আর ২ বছর ৩ মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য এখন থেকেই সবাইকে নির্বাচনী প্রস্তুতি নিতে হবে।’

বিএনপির বর্জনের মধ্যে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ।

‘বিতর্কিত’ ওই নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বিএনপি আগাম নির্বাচন দাবি করলেও আওয়ামী লীগ নেতারা বলছেন, ২০১৯ সালের আগে কোনো নির্বাচন হবে না।

চট্টগ্রামের এক সংসদ সদস্য বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, প্রত্যেকের নির্বাচনী এলাকায় যেসব উন্নয়ন কাজ বাকি রয়েছে তা শেষ করতে হবে। এছাড়া আমরা যেসব উন্নয়ন কাজ করেছি, সে বিষয়ে জনগণের কাছে প্রচার করতে হবে।’

Manual1 Ad Code

বৈঠকে প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সব সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় গিয়ে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে এলাকার মানুষকে সচেতন করার নির্দেশনা দেন বলেও জানান এক সংসদ সদস্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী দলের নারী এমপিদের এলাকায় গিয়ে ‘এলাকা তৈরি’ না করে নারীদের সংগঠিত করার নির্দেশ দেন।

Manual5 Ad Code

বৈঠকে জাতীয় নির্বাচন ছাড়াও জেলা পরিষদ নির্বাচন, জঙ্গি হামলাসহ সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি আলোচনায় উঠে আসে।

Manual2 Ad Code

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code