বিমানে যান্ত্রিক ত্রুটি, শাহজালালে অচলাবস্থা

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৬

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণের পর রানওয়েতে আটকে রয়েছে।

বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ফলে শাহজালাল বিমানবন্দরে দেশী-বিদেশী সব ধরনের উড়োজাহাজের ওঠা-নামা বন্ধ রয়েছে। বেশ কয়েকটি ফ্লাইট অন্য বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে। সবমিলে বিমানবন্দরে কার্যক্রমে অচলাবস্থা দেখা দিয়েছে।

সকালে বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম জানান, যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ সকাল পৌনে ১০টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট