করোনায় মৃত্যুহীন টানা এক মাস, শনাক্ত বেড়েছে

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মে ২০, ২০২২

করোনায় মৃত্যুহীন টানা এক মাস, শনাক্ত বেড়েছে

দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায়নি। ফলে টানা ৩০ দিন করোনায় কারো মৃত্যু হয়নি বাংলাদেশে।

এর আগে সর্বশেষ গত ২০ এপ্রিল দেশে করোনায় একজনের মৃত্যু হয়।

শুক্রবার (২০ মে) স্বাস্থ্য অধিদফতর করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৫০ জনের শরীরে। এর আগে বৃহস্পতিবার করোনা শনাক্ত হয়েছিল ৩৫ জনের শরীরে।

ফলে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জনই থাকল এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫৩ হাজার ১৮৮ জনে পৌঁছেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ৩১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদিন শনাক্তের হার ০.৭৯ শতাংশ।

এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরো ২২১ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৭৫ জনে।