সিলেটে অপহৃত কনে তিন ঘন্টার মাথায় উদ্ধার

প্রকাশিত: ১২:৩৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৬

 সিলেট নগরীতে কনেকে অপহরনের তিন ঘন্টার মাথায় ওসমানী মেডিকেল কলেজের সম্মুখ থেকে উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। এ ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে জকিগঞ্জ উপজেলার বড়গ্রামের মৃত রঞ্জন নাথের ছেলে সুশান্ত দেবনাথ (৩০) ও সুনামগঞ্জের বড়পাড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে রবি মিয়াকে (২৫) আটক করেছে পুলিশ। ভিকটিমসহ আটক ২জনকে কোতয়ালী থানা কাস্টডিতে রাখা হয়েছে। জব্দ করা হয়েছে একটি মাইক্রোবাস ও একটি মোটর সাইকেল।
কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নুরুল আফসার সংবাদ মাধ্যমকে জানান, রাত দশটার দিকে ওসমানী মেডিকেলের সম্মুখে একটি মাইক্রোবাস থেকে ভিকটিমকে উদ্ধার করে হাসপাতাল ফাঁড়ি পুলিশ।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জীবনপুর গ্রামের পকিল দেবনাথের মেয়ে শাপলা দেবনাথকে (২২) শুক্রবার বিয়ে করেন সুনামগঞ্জের দিরাই উপজেলার সুতারগাঁওয়ের রবিন্দ দেবনাথের ছেলে নিখিলেস দেবনাথ (২৭)। বিয়ের পর কনেকে নিয়ে শনিবার দিরাইর উদ্দেশ্যে রওয়ানা হন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেমুখী পয়েন্টের সফাত উল্যাহ ফিলিং স্টেশন অতিক্রমের সময় অপহৃত হন কনে শাপলা।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট